জিনাত জাহান খান







ঝরা কাব্য

আকাশে মুখ ইট নীচে লুকিয়ে থাকা বির্বন ঘাস যেন
হলুদ আবেগ, ভুলভাবে শুকিয়ে বর্নহীন ।
সবুজ ভুমি জুড়ে জ্বলছে হলুদ নরম রোদ,ফুল ফোটার শব্দ
নিতে নিবিষ্ট ইন্দ্রিয় । অসুখ পাতাদের ঝরে পড়া পথে
অভিলাষী মন আমূল পাল্টায় নিজের বা অন্যের
আইন-কানুনের সমস্ত দেয়াল । যাপনের গূঢ় চাবিকাঠি
খোঁজে যে ভ্রমন, মনে হয় এক ঘর টপকিয়ে অন্য ঘরে আসা ।
মৃত্যু মহান বিচ্ছেদ শেকড় পাল্টে নতুন দেখার বাসনায়
সন্ধ্যাগুলোকে বেছে নেই, যেখানে বাতাস আসবে আত্মজীবনী
হয়ে যেন গোপন নেশার শ্রুতিহীন অন্ধকার রাত ।সম্পর্ক
নিহিত মধ্যরাত অবিরাম সবর্স্ব খোঁজে, শীত ঘুম ছেড়ে
ঝরে পড়ি ফুলেদের সাথে শরীরের অবিরাম পাতায় ।


বরিশাল ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.