আহমেদ মুনীর









.
।।কখনও তুমি একা নও ।।
.
কী বল বন্ধু
আমরাতো আছি তোমার সাথে
একা কেন
কেন কোন মরা যাত্রী তুমি
কোন সে তরণীর ধরণীর ..
না না এমন করে বলো না বন্ধু ।।
কখনওতো একা ছিলে না তুমি
হাত রাখ বুকে কান দিয়ে শুন
শুন তোমার আমার আলাপন
মহাকালের নন্দিত ডাক
বিগ ব্যাঙ্গের অবিরাম গুম গুম গুঞ্জন
হিগস বোসন কণার গলিত গুঞ্জরন
পাখ পাখালীর সুরভিত সঙ্গীত কলকাকলী
বর্ষার টাপুর টুপুর রিমঝিম শরত হেমন্তে
শিশিরের মায়াবী টপ টপ জুড়ানো কথন
হিমাঙ্কের চাঁদোয়া আবীর
গিজ গিজে শহুরে মানুষের ব্যস্ততা
যন্ত্রদানবের নিনাদ হুইশেল
রৌদ্র ও জ্যোৎস্নার আলোকে
দিন ও রাত্রির দ্যোতনায়
সবুজ পাহাড় পর্বত বনভূমে বিস্তৃত
কত সহস্র লক্ষ কোটি বছরে
কত সহস্র লক্ষ কোটি আলোকবর্ষ দূরত্বে
কত জাদুকরী মনোহারী মায়াবী প্রহর
চারদিকে জীবনের কত ভালবাসা শব্দ
করে আমাকে উতলা
প্রণত তোমার দ্বারে
দেখ আকাশে তোমার আমার দিগন্ত
বিস্তৃত নীলাম্বর শত সহস্র লক্ষ কোটি
কৃষ্ঞগহ্বর ছায়াপথ নক্ষত্ররাজীর
একান্ত প্রেম ভালবাসা
তুমি কী একটুও বুঝ না?


ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. এই কবিতাটি আমাদের প্রিয় দিদি কবি রত্নদীপ দ্য ঘোষকে উৎসর্গ করে প্রায় ছ'মাস পূর্বে লিখেছিলাম। সংশ্িষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন