শামীম পারভেজ








থাকবো চিরকাল অমর হয়ে

চলতে চলতে যখন ক্লান্ত হবে
আমি দিবো তোমাকে ছায়া 
বিশ্রাম নিও আনন্দ সুখে
দিবো সব শান্তি আর মায়া ।
ভাবতে ভাবতে যখন হবে চিন্তিত
গানে গানে ছড়িয়ে দিবো সুর
তখন তোমার লাগবে ভালো
চিন্তা ভাবনা হয়ে যাবে সব দূর ।
আঁধারে আঁধারে যখন অন্ধকার
চারিদিক শুধু কালো আর কালো
চাঁদ থেকে এনে ছড়িয়ে দিবো
রূপালী জ্যোৎস্নার আলো ।
শ্বাসে শ্বাসে যখন চাইবে সুঘ্রাণ
আমি নিয়ে যাবো তোমায় বাগে
ফুলের সুবাস গ্রহণ করবে 
যত চাও নিবে যতটুকু মনে লাগে ।
মনে মনে যখন চাইবে উড়তে
আমি মন পরীকে ডাকবো
উড়ে বেড়াবো তার পিঠে চড়ে 
আকাশের নীল দেখবো ।
হাতে হাতে যখন চাইবে ধরতে
তোমার জন্য দিবো হাত বাড়িয়ে
মনের সুখে যাবো দূরে বহু দূরে
ঐ দিগন্তের সীমানা ছাড়িয়ে ।
হৃদয়ে হৃদয়ে যখন বলবে কথা
শুনবো আমি হৃদয়ের কান দিয়ে 
দেখা যদি কখনও না-ই হয় 
থাকবো চিরকাল অমর হয়ে।




যেন সে কম্পিউটার

কঁচি কঁচি মুখগুলো
কত মায়া লাগে
শক্ত করে স্নেহ মাকে
জড়িয়ে থাকে ।
হাটি হাটি পা পা
হেটে হেটে চলে
এটা কি ওটা কি
কত কথা বলে ।
এটা নিবো সেটা দাও
কত রাখে বায়না
না দিলে কঁচি মুখ
কোনো কিছু খায়না ।
যেটা পায় তাই ধরে
করে কত গবেষনা
না করলে বেশি ধরে
জানতে যা অজানা ।
কঁচি হলে কি হবে
মাথায় কত বুদ্ধি তার
ডিজিটাল যুগে এসে
যেন সে কম্পিউটার ।




সারা জীবন নষ্ট

দু'বেলা খেতে হবে 
কোথায় খাবার পাই
পচাঁ খাবার আর কতদিন
খেতে হবে ভাই !
খাবারের জন্য ঘুরি ফিরি 
ক্ষুধার জ্বালায় কাঁদি
হাত পেতে বসে থাকি
খাবার পাই যদি ।
বিয়ে বাড়ি খুঁজে বেড়াই
ভাল খাবো বলে 
পোলাও এর গন্ধ পেলেই
সেথায় যাই চলে ।
হায়রে কপাল কি জীবন
ক্ষুধায় এতো কষ্ট
খাবারের পেছনে ঘুরতে গিয়ে 
সারা জীবন নষ্ট ।




আসতে নাহি মানা

শীত লাগলে চলে এসো
আমার হৃদয় মাঝে
এ হৃদয়ে আছে তাপ 
সকাল দুপুর সাঁঝে ।
এ হৃদয়ের দরজা খোলা
যদি আসো সেথা
ভালবাসার হিটার দিবো
তুমি জানো কি তা !
শীতলতা দূর করে দেয়
আমার হৃদয়খানা 
ভালো হৃদয় আছে যাদের
আসতে নাহি মানা ।






কম্বল 

শীতে এবার যাচ্ছি জমে
পেলাম কম্বল ভাই
এ কম্বলে শীত মানেনা 
ভেজাল কম্বল তাই ।
এ কম্বলের বুনন খারাপ
ছিদ্রে ছিদ্রে ভরা
হুর হুর হুর ঠান্ডা বাতাস
ঢুকে পড়ে তারা ।
এমন শীতে কিযে করি
বুঝেতে নাহি পাই
কোথায় গেলে আসল কম্বল
পাবো আমি ভাই ।






যার সমাপ্তি নেই

দূরবীক্ষন যন্ত্র দিয়ে দেখে দেখে 
আর কত দিন দেখবে দূর থেকে
আমিতো সামান্য অনু মাত্র 
কাছে টেনে নাও 
রাখো অনুবীক্ষন যন্ত্রের মাঝে
দেখো খুঁটে খুঁটে 
আমার বিশাল হৃদয়টা 
যেখানে রয়েছে ভালবাসার বিশাল সমুদ্র 
শুধু তোমার জন্য 
যার সমাপ্তি নেই ।




আমার বাড়ি সবুজ রঙের 

আমার বাড়ি সবুজ রঙের
মাঝখানেতে লাল -
তারই মাঝে উপর থেকে
ছড়ায় রবি আলো
সেই আলোতে দূর হয়ে যায়
সকল আঁধার কালো
আমার বাড়ি সবুজ রঙের
মাঝখানেতে লাল -
তারই উপর নীল আকাশে
ভাসছে মেঘের ভেলা
রবি মামা দিচ্ছে উঁকি
করছে কতো খেলা ।
আমার বাড়ি সবুজ রঙের
মাঝখানেতে লাল -
তারই মাঝে বহে নদী
নদ নালা খাল
নদীর মাঝে নৌকা চলে
তুলে রঙ্গিন পাল ।
আমার বাড়ি সবুজ রঙের
মাঝখানেতে লাল -
তারই মাঝে তুলে সুর
কত কত গানে
কিচির মিচির কুহুকুহু
পাখির কলতানে ।
আমার বাড়ি সবুজ রঙের
মাঝখানেতে লাল -
তারই মাঝে ফলের মেলা
হরেক রকম ফল
এত ফল দেখলে তবে
জিভে আসে জল ।
আমার বাড়ি সবুজ রঙের
মাঝখানেতে লাল -
তারই মাঝে হাওয়ায় দুলে
হলদে সরষে ফুল
এ দৃশ্য দেখতে তোমরা
যেন করোনা ভুল ।
আমার বাড়ি সবুজ রঙের
মাঝখানেতে লাল -
তারই মাঝে ফুলে ফুলে
প্রজাপতি করে খেলা
মৌমাছিরা মধু খেয়ে
কাটিয়ে দেয় বেলা ।
আমার বাড়ি সবুজ রঙের
মাঝখানেতে লাল
তারই মাঝে নারীরা সব
পিঠা বানায় কতো
সবাই মিলে স্বাদ নেয়
যতো পারে ততো ।
আমার বাড়ি সবুজ রঙের
মাঝখানেতে লাল -
তারই মাঝে পলি ভরা
ফসল ফলে কতো
এ ফসলেই ক্ষুধা মিটায়
খায় ইচ্ছে মতো ।

।। ঢাকা ।।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.