
কুহেলিকা ।
তেমনিই আছে অঙ্গিকার
তুল্যমুল্যে বিচার করিনি সঙ্গত
কিংবা অসঙ্গত।
তোলা আছে সব স্বপ্ন- গল্প- আলাপন
আছে অভিলাষ, মন -মোহনায় আহ্বান
জলতরঙ্গ টুং- টাং
বিন্দু বিন্দু শিশির সমস্ত রাত্রির কথকথা বুকে নিয়ে
মিলায় সোনালী রোদ্দুরে।
তেমনিই আছে মৌটুসি নিয়ে জমানো আনন্দ-বিষাদ
যেমন ছিল গত শীত কিংবা বর্ষায়;
নিশ্চিন্তে গান গায় মাধবীর ঝাড়ে ।
পেলব পালকে বোনা অভিমান , এইটুকু শুধু সুখ
বাকী সব কুহেলিকা ।
ঢাকা।
মুগ্ধতার স্নিধ পরশ রেখে গেলাম,ফারহানা।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন