
একান্ত আপন
তোমায় ছুঁয়ে থাকি আমি আর আমার দুপুর
নুপুর ছিড়ে সূর্য নামিয়েছি
শীতল চোখের আশেপাশে
এক একটা জলকণা থেকে জন্ম
প্রাচীনকাল যা ছুটে আসে
অভিকর্ষজনিত টানে,
তোমার অলক্ষ্যে ফুল ফুটছে
নিস্তব্ধ বাগানে অথচ সাদা রং
মুঠোয় নিয়ে হৃদয় পোড়ানো আবেদন
অতপর, আমিও ঝরে যাই
হাজার হাজার বৃষ্টি কণা হয়ে
মাঠে জনপদে সর্বপরি
শুরু থেকে শেষ তোমাতেই!!!
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন