
তুমি উঠবে জেগে
আমি আর তাজা ফুল কিনবোনা
তোমাকে সেটা উপহার দিবোনা
তুমি সেটাকে যত্ন নিতে পারোনা
সেটাকে বহুদিন ধরে রাখোনা
আমি সেই ফুল কিনবো যাকে
সাজিয়ে রাখা যায় দীর্ঘ দিন
দু'জনার দুরত্ব বাড়ুক ক্ষতি কি
সাজানো ফুলই টেনে আনবে কাছাকাছি
তখনই ভেসে উঠবে সব স্মৃতি একে একে
কথা হবে প্রাণ খুলে হৃদয়ে হৃদয়ে
হাওয়াকে করবো চুম্বন সেটাই স্পর্শ করবে
তোমার নরম ঠোঁটকে
আর সেটা হবে কম্পিত
তুমি উঠবে জেগে ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন