
বিভেদ রেখা
কয়েকশো বছর শুধু লাঞ্ছনায় মাটিতে
মিশে গেছে মাটি,
শিকল পায়ে নীরবে প্রতীক্ষার প্রহরে
জন্ম নিয়েছিল দামাল সন্তানেরা
প্রতিটি ধূলিকণা থেকে
রক্তচোখের কাছে টেনে এনেছে
নীল আকাশ অথচ বুকের কোনায়
অদম্য পিপাসা,
নির্দ্বিধায় বিছিয়ে দিয়ে এক থেকে লক্ষ প্রাণ
মুক্তির মুকুট মায়ের চরণতলে,
সাম্যের বাণী তুমি আমি
মুদ্রার এপিঠ ওপিঠ, জাগ্রত হোক শুভ লগ্ন,
তবুও জর্জরিত মানবিক প্রশ্নের সামনে
রাজা প্রজা র বিভেদ রেখা
আজও কেন এতো গভীর?
কলকাতা ।
খুব সুন্দর... ভাল উপস্থাপনার জন্য ... আরও অনেক ভাল ভাল প্রকাশ দেখতে চাই
উত্তরমুছুনKhubi sundor.
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন