
“ আরও একটা প্রজাতন্ত্র দিবস ”
আসছে আরও একটা ছুটির দিন;
প্রোগ্রাম রেডি- চলে যাবো দীঘা !
জানি চোখে বিস্ময় তোমার...
আসলে হাল ছেড়ে পথে নেমেছি বয়ে যেতে
সময়ের স্রোতে আধুনিক মানসিকতা, উদারতা...
নতুন আর দেখবো কি ???
সেই রেড-রোড প্যারেড কুচকাওয়াজ,
নেতা মন্ত্রীদের দাপাদাপি লালবাতি,
বক্তৃতা মাল্যদান ভাষণ... পাইয়ে দেওয়ার রাজনীতি;
চকলেট বোঁদে জিলিপি বিতরণ...
অনাথ শিশুর মাথায় হাত আস্থা অর্জন,
সামনে আরও একটা ভোটবাড়ি...
জনগন সাদর আহ্বান... উপরি আলিঙ্গন !
একঘেয়েমি নাটক প্রতি বছর... বার বার
বিরক্তিকর... কিচ্ছু ভালো লাগে আর,
এরথেকে দীঘা ভালো, ঢেড় ভালো দীঘা;
নিঃস্বার্থ সমুদ্রের কাছে যাই বরং !!!
দেরাদুন ।
Khubi sundor porna.aj ker din a ai rokomi lekha dorkar chilo
উত্তরমুছুনDarun darun 1kothai.bastav ar sathe jai.
উত্তরমুছুনAnek kichuei real khuje pai tomar lekhai porna..
উত্তরমুছুনai vabei likhe jao..
Valo laglo khub
উত্তরমুছুনতোমাকে অনেক অনেক ধন্যবাদ সুপর্না। এমন লেখায় তো আমি লিখতে চাই বন্ধু বার বার। সঙ্গে থেকো।
উত্তরমুছুনবুজু, লক্ষ্য করে দেখবে- আমি বাস্তব নিয়েই বেশী লিখি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধু।
উত্তরমুছুনদেবরাজ, তমাদের মতো পাঠকদের জন্যই তো আমার এই লেখা বন্ধু। সঙ্গে থেকো এইভাবেই।
উত্তরমুছুনদেবাশিশ, এখানে এসে কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনদেবাশিশ, এখানে এসে কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনDebasish Bhuiya, tomake onek dhnyobad bondhu amar kobita porar jonyo r ekhane ese comnts deoyar jonyo. songe theko.
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন