
নিরুদ্দেশ প্রেম
প্রেম বোঝেনি ভালোবাসার নিরুদ্দেশ দ্বীপ
হাতে হাত রেখে অন্ধপাখির মতোই খুঁজেছি গন্তব্য
শুন্যতাকে বুকে করে বয়সের ঘরে
অপেক্ষা আমাকে সান্তনা দিতে নতুন অপেক্ষার জন্ম দেয়
আমি আমার জামার কলারের ভাঁজে আটকে রাখতে চাই আমার বয়সগুলোকে
আমার নীলরং-এর জিনস থেকে কলকাতা দেখা যায় ।
দেহ হঠাৎ পাখি হলে নাভি থেকে উত্থিত সাপ হয়ে থাকে সমকাল,
আড়ষ্ট স্বপ্নগুলো তোমার চোখের মত টুপ করে ডুবে গেলে
মৃত্যুর গভীরে কোথাও প্রলেপের মত ঘুম লেগে থাকে।
মৃতচাঁদ তালুবন্দি করে নিষ্পিষ্ট করে নির্দ্বিধায় রাত
আমাকে খুঁটে খাওয়া ছাড়া তুমি আর কিছুই জানো না
সেলফোন, নাগরিক জট আর অসরল সমাজের কথা
নিয়ে ভাববার সময় কোথায়?
গ্লাসের ভিতর এই সব ঠিক ভুল নিয়ে আমি
আমার ইচ্ছেগুলো সাজিয়ে রাখতে শিখছি ।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন