ঝুমা মজুমদার











যদি কখনো 

সেদিন ফিরে গিয়েছিলাম !
যেদিন তোমার দুচোখে ছিল ...
নীরব অভিমান !
দেখছিলাম ... অপলক ,
আর তোমার দু- চোখে , হাজারো প্রশ্ন !
উত্তর ছিল না আমার কাঁপা দু-ঠোঁটে
আজও উত্তর খুঁজে ফিরি .........
নিঝুম আকাশে যখন , চাঁদ ওঠে !
ভুলটা আমারই ছিল !
সেদিন পারিনি তোমায় বলতে ...
আজ, অনেকটা বছর পেরিয়ে গেল
তবু যদি হয় , দেখা কখনো ...
অচেনা পথিকের বেশে
খুঁজে নিও সব উত্তরটুকু ,
বাঁচিয়ে রাখা ...... " তুমি" এসে ।।


কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.