
মদালসা
রূপমতী, পর্ব : ৫
রূপমতী,
তুই মহুল বনে,
একলা থাকার বিধুর ক্ষণে,
উদাস হয়ে আপনমনে,
থাকতে কেন চাস?
রূপমতী,
তুই দুখবিলাসী,
পুরুষ ভাবে সর্বনাশী,
রূপের আগুন, মাতাল হাসি,
বিষকন্যা হতে চাস?
রূপমতী,
তুই ঘর ভুলেছিস,
দেহ বেচে ধান কিনেছিস,
সিঁথির সিঁদুর স্বপ্নে দেখিস,
কি তোর অভিলাষ?
রূপমতী,
তুই বাতাস হয়ে,
মত্ত প্রেমের পরশ বয়ে,
ডাগর চোখে অশ্রু ছুঁয়ে,
উড়তে বুঝি চাস?
রূপমতী,
তুই ভুমিকন্যা,
কিসের দুঃখ কিসের কান্না
দুচোখে আন আলোর বন্যা,
ত্রিশদিন বারোমাস।
রূপমতী,
তুই দুঃখ ভুলে,
একবার দেখ চোখটি তুলে,
আঁধারতলে জোনাই জ্বলে,
তোর ওই আলোতেই বাস।
রূপমতী,
ভোল রাত্রিকথন,
দেহের ক্ষত, ক্লান্ত ও মন,
ওঠ রে ফুটে ফুলের মত,
ভোল রে হা হুতাশ।
রূপমতী,
তোর রূপকথাতে,
ক্লান্ত দিনে,শ্রান্ত রাতে,
গুনগুনিয়ে গানের সাথে,
স্বপ্নকে সাজাস।
কলকাতা ।
বাঃ
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন