পৃথা রায় চৌধুরী







তোমার খোলা আকাশ, আমার দু’চোখে বন্দি... 


দিলাম ছুট, স্টিয়ারিঙে তোর হাত
উড়ালপুলে লং ড্রাইভ, হেসেই কুপোকাত
গুমটি’র ভাঁড়ে ভেজা চা-টাই
চল না আধাআধি চুমুকে খাই
ট্র্যাফিক সিগন্যাল পিছলে, নির্জনতায় আঘাত
বসাবি না সাপুড়ে চক্ররেলে আজ
ট্রাম লাইন অবরোধে নষ্ট লুকোনো সাজ
রোদ পোড়া কব্জি লাল আয়না
খোলামকুচি আদরে যেন বিষকন্যা
রঙ্গিন নখের হুইসল জাগা
হালকা মেকআপে বসন্ত লাগা
ছায়া ছায়া ঘুম ভোর
জাফরি কাটা সিঁধেল চোর
চোখ রাঙানো সেয়ানা দুপুর
করিনা পরোয়া আসমানি রোদ্দুর
কখনো বাজে কি একা দূরো ফোন
আমি শুয়ে শুধু ভেবে যাই
‘আকাশ-অর্ণবি’ আর সারাটা জীবন।

কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. শিরোনামটাই অভূতপূর্ব ।

    উত্তরমুছুন
  2. আমি শুয়ে শুধু ভেবে যাই
    ‘আকাশ-অর্ণবি’ আর সারাটা জীবন।
    অসাধারণ ---

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন