.jpg)
“ স্বীকারোক্তি ”
কবিতা পাতায় লিখে যায় মনের কথা অসময়
লিখে যাই আপন মনে- দুঃসময়... সুসময় !
কলমের মুখে রক্ত তুলি, তোমরা বল বিদ্রোহী
চারিদিকে রব ওঠে ত্রাহি... ত্রাহি...
নিক্ষেপ করো কালকুঠুরি কিংবা পাগলখানায়
অট্টহাসিতে ফেটে পড়ি, আঁচড় রক্ত সাদা পাতায় !
মনের কথা বলি কবিতার ভাষায়
কেউ কেউ মুখ ভেংচায়
কেউ কেউ পাগল ভেবে পাশ কাটায়
যদিও কবিতা-নদী আপন মনে বয়ে যায়
আপনভোলা থেকে যায় কবিতা পাতায় !
আমার যাকিছু আছে- তোলা রইল কুলুঙ্গিতে
জমানোর কিছুই তো নেই আর জগতে
মৃত্যুর শায়িত শয্যায় চাই না কোন ফুল বা মালা
দিলে দিও শুধু কবিতার মালা
মন্ত্র উচ্চারণের পরিবর্তে শুনিও কবিতা পাঠ
দেখো- একবার হলেও জেগে উঠতে পারি বিস্ময়
ভয় পেয় না ... শক্ত থেকো নির্ভয় !
ভেবোনা কোনদিন... বলে দিও না মুখ ফসকে-
ভালবেসেছিলাম শরীরে... যৌন আকর্ষণে...
আসলে ভালোবাসি মনের গহীনে, আত্মার মিলনে
তাই দেখা হয় প্রতিদিন - মানসচক্ষে শুচিস্মিতা !
প্রিয়জন তুমি, থাকো সদা অন্তরে
শরীর ?... সে-তো আজ আছে কাল নেই
তবু ভালোবাসা থেকে যায় হৃদয়ে... চিরতরে
যদি দেখা হয় কোনদিন... অচেনা মুখাবয়ব
দুচোখ ভরে দেখবো সেদিন অপলক
দেখতে চাই- স্বপ্নে দেখা প্রিয়তমা...
দেখতে চাই- একান্ত কাল্পনিক প্রেম !!!
(০৮.০১.২০১৩)
দেরাদুন ।
O darun darun porna.hridoy chuye jai tomar lekha.
উত্তরমুছুনRomantic .valo laglo bes
উত্তরমুছুনHridoy ar artonad. bhalo laglo
উত্তরমুছুনKichu bolar nei. puro hridoy a dhuke gelo..nice
উত্তরমুছুনসুপর্না, তোমার কবিতা পড়ার অভ্যাস আমার খুব ভালো লাগে। তোমার মন্তব্য বেশ লাগে। উৎসাহ পাই খুব। এইভাবেই সঙ্গে থেকো বন্ধু আমার।
উত্তরমুছুনবুজু, তোমার রোমান্টিক কবিতা খুব ভালো লাগে বুঝি? আমি সব ধরনের কবিতা লেখার চেষ্টা করি। একটু মানিয়ে গুছিয়ে নিও। অনেক ধন্যবাদ তোমাকে।
উত্তরমুছুনদেব, হৃদয় দিয়ে কবিতা পড়ে দেখো, কবিতা হয়ে উঠবে প্রাঞ্জল। অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন