
উড়ান বিলাস
তোমার সঙ্গে উড়ছি নতুন ঝড়ে,
আমনে আউশে নিমগ্ন ছিল খেত!
স্বপ্নে স্বপ্নে পায়ের স্পর্শ পড়ে...
সময় উধাও সামগ্রী সমেত।
পিঙ্গল ছিল উষর ধূসর জমি,
কি উতলা ছিল আকাশ আমি তা জানি!
চুম্বনে ছিলে অঝোর বর্ষা তুমি...
অপ্রতিরোধ্য দৃপ্ত অক্ষৌহিণী!
সমৃদ্ধির ঝলমলে এই ক্ষণে,
মূলতান রাগে ঝিকমিক ছিল আলো...
কথাহারা সেই নিবিড় অণুরণনে,
অনাবশ্যক অন্তরা ছিল ভালো।
অতিক্রান্ত পরিসীমা সব ঘিরে
মগ্ন মধুর আবেশী আছিল হাওয়া...
তোমার সঙ্গে দুরন্ত এ নব ঝড়ে
বন্ধনহীন হল সে ফেনিল চাওয়া ।

রাত-টুকরো
১।
এরকম অমোয সময়ে
এড়াতে পারিনা পারিনা
দেখে যাওয়া গহন আঁধারে
পুঞ্জীভূত নক্ষত্রপ্রতিমা...
দূরের আকাশে গিয়েও
করুণ তাকিয়ে থাকা থাকে
থাকে
সমুদ্র সরে গেলে
আধভেজা বালিতে
২।
মন বলছে তারা গলছে
উল্কা ঝরবে রাতে
তুমি জেগে থেকো কিন্তু
অনন্য আভাতে
৩।
তুমি কি পাও শুনতে?
পরিচ্ছন্ন বাতাসে অল্প চোখ বোজা
ঘন্টা ধ্বনি...একটু সুদূর তবে
খুব দূরে নয়...
আমারই শোনায় না হয় শোনো তুমি...
অস্তিত্বর এই জয়ঘোষনা...
চলে গেলেও
এক কবি,
উড়তে থাকবে কিছু প্রিয় পাতা...
৪।
কেমন সুন্দর করে বাজলে
ও চিঠি,
ও পাখির গান!
এক মৃত্যু দূরত্বেই না হয় আছি...
আলো পেলাম...সুর নাও আমার ,
তোমার নিমন্ত্রণ গাছের সাথে জেগে থাকুক,
হে মধুর, হে মাধুরিমা!
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন