ইমেল নাঈম









সতর্কবার্তা


এইযে জনাব ,
আয়নায় নিজেকে দেখেন না কতদিন ?
দেখলে বুঝতেন কতখানি চর্বি জমেছে দেহে ।
গেল মৌসুমে লোক দেখানো কথা বলে
ভিক্ষা নিয়ে চলে গেছেন শহরে ।
এরপর থেকে কোন খবর নেই ,
মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে
আর কতদিন লোক ঠকাবেন ?

প্রতিদিন বিকালে টেলিভিশনে দেখি আপনি
সুরম্য প্রাসাদে এসির বাতাসে গলাবাজি করেন ,
আর পত্রিকার পাতার রঙিন হরফের শিরোনামে
ছড়িয়ে থাকে আপনার শরীরের ব্যবচ্ছেদ ।
একবার রাস্তায় এসে দেখুন , চোখের ক'ফোটা
জল অবশিষ্ট আছে এলাকার মানুষের ,
এই মানুষগুলোর ক'জন খেয়ে - না খেয়ে মরে !
শুনুন জনাব , আর বেশিদিন সময় হাতে নেই -
বাক্স পেটরা গুছিয়ে নেন তাড়াতাড়ি ,
সামনের কার্ত্তিকে আসছে ভিক্ষার মৌসুম
আমরাও বসে আছি সেদিনের অপেক্ষায় ।


চট্টগ্রাম ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.