সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )






“ মুক্তির অপেক্ষায় ” 

বেশ সুন্দর নাম দিয়েছ তোমরা- চিড়িয়াখানা !
আসলে ভালোয় জানো- এর নাম কয়েদখানা !
সকাল থেকে ভিড় জমাও পরিবার সমেত,
কখনবা একা কিংবা দোকা- হাতে হাত,
প্রিয় শীত উপভোগ পিকনিক আমেজ,
স্কুল কলেজ অফিস- ছুটি কাটানো পরিজন বন্ধুবান্ধব,
ভীত শিশুর নরম হাত ধরে বোঝাও –
‘দ্যাখ, একদিন আমরাও এমন ছিলাম- শিম্পাঞ্জী, পূর্বপুরুষ’ !
আমাকে বন্দী রেখে ভুলে থাকতে চাও অতীত;
সামান্য কলা বাদাম পাউরুটির বদান্যতা,
আফ্রিকার গভীর জঙ্গল বীরদর্প চলাচল,
তোমাদের শখের বলি নাইলন জাল;
বিরক্ত লোমকুপ অজস্র অস্থির উকুন,
অতৃপ্ত শারীরিক ক্ষুধা নিপীড়িত যৌবন,
সঙ্গিনীকে মনে পড়ে আজও... চোখের জল;
রাগে গর্জে ওঠে অন্তরাত্মা...
অস্থির পদচালনায় ঘুরে বেড়াই এধার ওধার,
ভেঙ্গে চুরমার করে দিতে চাই লৌহ-গরাদ,
জবাব দিতে চাই অশ্লীল ভেংচি স্পর্ধা,
ফিরে যেতে চাই নিজস্ব জঙ্গল অপেক্ষা সঙ্গিনী,
ক্রমাম্বয়ে সঞ্চিত শক্তি একদিন ভেঙ্গে ফেলব সব... সবকিছু;
উপড়ে ফেলবো- তোমাদের সাধের চিড়িয়াখানা,
মুক্ত বিহঙ্গ হয়ে ফিরে যাব সবাই... সঙ্গবদ্ধ...
আমাদের জঙ্গল... নিজ রাজত্ব... স্বাধীন জীবন !!!

(১৮.১২.২০১২ )

দেরাদুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. পর্ণা....তোর এই কবিতাটা মানুষের মনে এক উচ্চ চিন্তা এনে দেয়...মানুষ পশুদের চাইতে সত্যিই বড় কিনা ভেবে দেখা দরকার...

    কাকু

    উত্তরমুছুন
  2. পর্ণা....তোর এই কবিতাটা মানুষের মনে এক উচ্চ চিন্তা এনে দেয়...মানুষ পশুদের চাইতে সত্যিই বড় কিনা ভেবে দেখা দরকার...

    কাকু

    উত্তরমুছুন
  3. প্রিয় বুজু, সকালে এসে ব্লগে এসে তোমার মন্তব্য দেখে যারপরনায় খুশি হলাম। এইভাবে সঙ্গে থেকো বন্ধু।

    উত্তরমুছুন
  4. কাকু, এইভাবেই সঙ্গে থেকো সবসময়। কবিতার সঙ্গে থেকো।

    উত্তরমুছুন
  5. কাকু, আমি খুব ভালো করেই জানি- কবিতা পড়তে তোমার খুব ভালো লাগে। আর এখানে এসে আমার কবিতা পড়ে মন্তব্য করার জন্য খুব খুশি হলাম। অনেক আন্তরিকতা রেখে গেলাম।

    উত্তরমুছুন
  6. সুন্দর লাগল।

    উত্তরমুছুন
  7. মল্লিকা সেন ম্যাডাম, আপনার মন্তব্য পেয়ে ভীষণ খুশি হলাম। সঙ্গে থাকবেন এইভাবেই।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন