
হে ঈশ্বর
ভাই , আমাকে এক মাটিতে মিশিয়ে দাও না
যে মাটি বৃষ্টিতে ভেজে না,
ওই এক আকাশে মিলিয়ে দাও না
যে আকাশে পূর্ণিমা দেখা যায় না ,।
ওই মেঘের আড়ালে লুকিয়ে দাও না
যে মেঘে বৃষ্টি হয় না ।
আমার এক বাসস্থান দেখাও না
যেখানে তুমি আমায় দেখতে পারবে না।
আমি ডুবতে চাই সম্পর্কের চোরাবালিতে
একটু পথ দেখাও না।
ওই এক অন্ধকারে , যে অন্ধকারে
আলো জ্বলে না ।
এক কান্নায় ডুবিয়ে দাও না
যে কান্না থেমে থাকে না ।
ভাই তুমি কি পার না ভালবাসতে
মানুষকে, যে ভালোবাসা শেষ হয় না ।।
মানুষের আবার দল হয় নাকি? নিজেরা
দল বানিয়ে এভাবে নিজেদের মেরে ফেলো না ।
একটা ছেঁড়ে কাপড় চাই যাতে আমার মুখটা
লুকাই, তাও কি দেবে না ? ও দল বাজ ভাই ।?
বিকশিত শরীর কি পূর্ণিমা? আমাবস্যার আগে
শেষ করা চাই ?? কি হিসাব করেছো ভাই ?
তোমার আড়ালে তোমাকে যে নিয়ে খেলছে
তার খোঁজ রাখো কি ভাই ? মাঠ ভর্তি দর্শক
দলীয় আবেগে,উচ্ছাস, নীরব থাকার ইতিহাস
এর মুল্য দিয়ো ভাই! যাই হোক ।।
তুমি আছো বেশ, হে ঈশ্বর !
শিলিগুড়ি ।
সুচিন্তিত মতামত দিন