জাহাঙ্গীর খান ওয়ার্কার






নেই কোন অভিযোগ

মেয়ে ...
লজ্জা নেই , ভয় নেই
নেই প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধ বোধ
ফিরে যেতে পারো নির্দ্বিধায় ।
জানি সে ছিল কোন এক ঝড়ো রাত্রীর কথা
বৃষ্টির জলে হয়তো ছিলে টুইটুম্বর
ভেসেছিলে জোয়ারে জোছনা জলে
দিয়েছিলে কথা
একদিন সে নদে ভাসাবে বলে ।
তারপর অতিক্রান্ত কতো লু-হাওয়া
ধূলি –ঝড় ,
ডেকেছে অজস্র নদী !
খ্রিষ্টের মতো আমার হাত প্রসারিত
পেরোকে বিদ্ধ রক্তাক্ত
তবু আমি হেমলোক মুখে নিয়েও ছিলাম অপেক্ষায় ।
দুঃসহ রাত শেষ হয়নি আজও
আজও আমি স্বপ্নে ভেসে ভেসে যাই
ভেসে যাই সেই উদ্দাম স্রোতে
যার আশায় রেখছিলে এতগুলো বছর ...
জানি সে রাতে ভুল করে
দিয়েছিলে কথা
কথা দিলেই যে রাখতে হয় , কি তার দায় ?
আমিও তো কথা দিয়েছিলাম
হে আদুরী বালা, তুমি আমার হয়েই থাকবে
আদুরী বালা এখন কাঁটাতারের ওপার
তার দেশ ভয় দেখায় অগ্নী, পৃথ্বীর
আর আমি ছোট্ট একটা মানচিত্রে
কাটাই নপুংশুক সময় ।
আমিও কথা দিয়েছিলাম
একদিন বদলে দেবো সমাজ কাঠামো
বদলে দেবো নষ্ট রাজনীতির রুপ
অথচ আবহমান স্রোতে গেলাম আমি ভেসে
উঠে দাঁড়াতেই আমার মাথায় অজস্র চাপাতি
পিঠে ক্ষুরের রক্ত ফিনকি
খুলি বরাবর তাক করা পিস্তল
আমি কথা রাখতে পারিনি ।
মেয়ে ...
লজ্জা নেই , ভয় নেই
নেই প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধ বোধ
ফিরে যেতে পারো নির্দ্বিধায়;
শাহারা মরুর রুক্ষতায় ধুসর চোখে
নিয়ে ভিসুভিয়াসের প্রজ্বলন বুকে
মিশে যাবো দিগন্তের সীমানায় ।
মেয়ে ...
লজ্জা নেই , ভয় নেই
নেই প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধ বোধ
ফিরে যেতে পারো নির্দ্বিধায়;।।

প্রবাসী ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন