ফারহানা খানম








আরেক বিস্ময়

একটাই ভুমি ধর্ম ,বর্ন,ভাষা আর
নিসর্গের বৈচিত্রে রুপময় তুমি,
বন্ধুর থেকে সমতল জনপদ জুড়ে
শতকোটি সন্তান ধারন করে
আছো তুমি মমতাময়ী
বিপুল গৌরবে।
আকাশ ছোঁয়া গিরিশৃঙ্গ
অসীম সাগর ,শ্যমল প্রান্তর, ধূসর মরুর
অনুপম এক দেশ ।
গরবিনী তুমি; বিশ্বের অপার বিস্ময় !!
পৃথিবীর মাঝে আরেক পৃথিবী তুমিই ।
ভিন্নতাযও গড়েছ অভিন্ন একদেশ ,
এক জাতি
ঐশর্যময়ী ভারত সুন্দরী ।

ঢাকা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.