
'দ্যোতনায় অবধী তুমি'
তোমার জন্য'
শুধুই তোমার জন্য আমি ভাঙ্গবো;
হাজারো অঙ্গুরী পরানো অবসর,
অনামিকার সবুজ পাথর খুলে
ফিরিয়ে দেবো সে পুরুষকে;
যাকে তুমি হাযার বার আমার বর বলে ডেকেছো ।
অনুঢ়া থেকে যাবো জন্মান্তর অবধী,
অছোঁয়া তনুতট শুচিশুভ্রতায় রেখে দেবো
কমল ফুটে থাক নাহয় অনাঘ্রাত পদ্মদীঘিতে।
যুগব্যাপি ভালবাসে যে যুবক
তার চোখে কালো কাপড় বেঁধে,
ছুটে আসবো শুধু তুমি অব্দি ।
ভালবাসায় আমিও হব আগ্রাসী,
চরম উগ্রপন্থী,
অসাম্প্রদায়িক আচরনে ।
যদি দাঁড়িয়ে থাকো তেমনি উস্কোখুস্কো;
ঝুড়ি নেমে আসা বটের মুলে অথবা,
একটা ছাপড়া বন্ধ দোকানের ভাঙ্গা বেঞ্চিতে,
ষ্টেশনের প্ল্যাটফর্ম আর তুমি দ্যোতনায় ।
তোমার ক্লিষ্ট মুখাবয়বে একফোঁটা ভালবাসায়,
একটি ঘাসফুল দিও আমায় ।
গোলাপ নয় বা রজনীগন্ধা, অর্কিড
নিতান্ত সজনে ফুল অথবা জারুল হলেও হয় !
একবার দাও আশ্বাস,
যদি বলো হতে পারি আমি তোমার,
পারুল বা মহুয়া হবার ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন