মিলন চ্যাটার্জী








উন্নয়ণ

বাঁশে বাঁধা সারসার লাশ
উর্দির ক্যামফ্লেজে কয়েকটি রোবট নিয়ে আসছে ওদের !
রাষ্ট্রীয় সন্ত্রাস চলে উন্নয়নের টাকায়।
এমন ভীষণ উন্নয়নে ওরা মাকড়ের ডিম খেয়ে বাঁচে !
শানানো মগজ ভালো নাকি ভালো কালাশনিকভ !
শুকনো হাওয়ায় দোল খাচ্ছিল এক মেয়ে
শিউলি ফোটা সকালে তখন পুজো পাচ্ছিল আর এক মেয়ে
দশ হাতে তার অস্ত্র
পায়েরনীচে করজোড়ে বসে আছে রোবটের পিতা !
এই মেয়ে ভুলে যাও অসুরের মানে
এখন অসুর হস্তে অঢেল টাকা এবং দাপট
শুম্ভ - নিশুম্ভ আজ সরকারী লড়াই করে
আর সুরাসুর যুদ্ধ লাইভ টে্লিকাস্টহয় !


কলকাতা । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.