বুলবুলির রূপকথা








সোনামোতি মেয়ে

সোনামোতি সোনার মেয়ে বল্ দেখি তুই কার ?
কাজল কালো মেঘের না কী কুসুম আকাশটার ?
সাত রঙা ওই রামধনুর না ওই দূরের পাহাড়টার ?
রূপসা রুপালী চাঁদের না কী ওই সুদূর নীহারিকার ?
তিরতির বওয়া ঝর্নার না কী জংলি ঝোরাটার ?
পদ্ম ফুলের পাপড়ির না কী দুষ্টু ভোমরাটার ?
সোনামেয়ে বললো হেসে, মেঘের কাজল পরি,
চাঁদের পাহাড়ে পৌঁছে যাই খেলতে লুকোচুরি |
রামধনু রঙ গায়ে মেখে যাই তারাদের বাড়ি ,
কুসুম আকাশ পেরিয়ে দিই নীহারিকায় পাড়ি |
ঝর্নার জলে গা ভিজিয়ে জংলি ঝোরায় খেলি
পদ্মফুলের পরাগ মেখে ভোমরা-পাখা মেলি ||

প্রবাসী ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.