রত্নদীপা দে ঘোষ







চুরি




প্রতি রাতে আমি চুরি হই । আনচান স্বপ্নহকারের গন্ধ । দু চোখে আকাশ উঠে বসলে পিচফলের ঠোঁট গুছিয়ে নিই সংকল্পে ... ঊরুতে রোমাঞ্চের স্তর , ডোডোপাখির দ্রিদিম আমাকে উত্তেজিত করে
আমাকে আদর করে ধাতুমূর্তির নদীরা , গালে গাল রাখে ... খাদের অনেক নীচ দিয়ে অহিংস্র বৃক্ষরা  সুবস্ত্র বনভোজনের মতো ছুটোছুটি হুড়োহুড়ি করে আরোগ্যবিহীন চাঁদ উড়িয়ে নিয়ে যায় আমার চুল ... এক এক করে বারোটি রাশি স্পর্শ , শব্দ আর ছায়ার মতো পৃথিবীর ঘোর থেকে গা নামায় ... এতো আলো শ্যওলায় মাখা বিরাট ফোয়ারা , অর্ধবিষ্ণুর চিবুক ... খনিজ সোনার বালুকা ...
 এতো নক্ষত্র চলাচল কাঁসরঘণ্টার ত্রয়োদশীতে ...
আমি জ্বালিয়ে রাখি , নিজেকে সখি বৃন্দার মতো জাগিয়ে রাখি
 ইশ্বর ফেটে গড়িয়ে যাওয়া ডিনামাইটের মতো বিশুদ্ধ রাখি
কুয়াশার কলস কাঁধে একঝাঁক বেথেলহেম জ্বেলে রাখি ...
চুরি যাবার সময় আমি পবিত্র ক্রসের মতো ধারালো থাকি ...



কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন