নাশিদা খান চৌধুরী









বিরামহীন

এক টুকরো বরফ-শীতলতার নেশায়
নিঃশ্বাস নিতে নেমেছিল ঘানি টানা ঘামেরা
অদ্ভুত রাজনীতি খেলে যায় সূর্যের পরিতাপে
বরফ শীতল মেঘ নামি নামি করেও নামেনা
শুষ্ক বাতায়নে স্তব্ধ মিছিল
জঙ্গী বিমানের মত নেমে আসে তাপের ক্রদ্ধতা
একে একে গলতে থাকে ত্বক, মাংস, এমনকি হাড়মজ্জাও।
দগদগে ফোসকায় ক্ষত হয়ে যায় স্তব্ধস্মৃতি জুড়ে...
জ্বালাও – পোড়াও
তবু শান্তি দেবেনা অধরা মেঘ।
আর কত ঘাম ঝরাবে ?
আর কত গলিয়ে নেবে ?
কঙ্কালসার শরীর না পারে সূর্যের বিপরীত হতে
না পায় শীতল পেলবতা
মিশে যেতে যেতেও, যতিচিহ্নের আগে, ঐ মেঘটুকুই শেষ ভরসা।

ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. পরতে পরতে কাব্য সুন্দর উন্মোচিত হয়েছে।

    দ্রবীভূত কবিতায় আমি, শুভেচ্ছা কবিকে।

    উত্তরমুছুন
  2. ঐ মেঘটুকুই শেষ ভরসা---
    সত্যি তাই দিদি
    দিদি দারুন দারুন, ভাল লাগল ভীষণ

    উত্তরমুছুন
  3. সূর্য্য - মেঘার মিলন অনুভব ভালবাসা ভরা - এর চেয়ে সুন্দর কবিতায়ন হয় না - অনবদ্য নাশিদা।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন