
বিরামহীন
এক টুকরো বরফ-শীতলতার নেশায়
নিঃশ্বাস নিতে নেমেছিল ঘানি টানা ঘামেরা
অদ্ভুত রাজনীতি খেলে যায় সূর্যের পরিতাপে
বরফ শীতল মেঘ নামি নামি করেও নামেনা
শুষ্ক বাতায়নে স্তব্ধ মিছিল
জঙ্গী বিমানের মত নেমে আসে তাপের ক্রদ্ধতা
একে একে গলতে থাকে ত্বক, মাংস, এমনকি হাড়মজ্জাও।
দগদগে ফোসকায় ক্ষত হয়ে যায় স্তব্ধস্মৃতি জুড়ে...
জ্বালাও – পোড়াও
তবু শান্তি দেবেনা অধরা মেঘ।
আর কত ঘাম ঝরাবে ?
আর কত গলিয়ে নেবে ?
কঙ্কালসার শরীর না পারে সূর্যের বিপরীত হতে
না পায় শীতল পেলবতা
মিশে যেতে যেতেও, যতিচিহ্নের আগে, ঐ মেঘটুকুই শেষ ভরসা।
ঢাকা ।
পরতে পরতে কাব্য সুন্দর উন্মোচিত হয়েছে।
উত্তরমুছুনদ্রবীভূত কবিতায় আমি, শুভেচ্ছা কবিকে।
ঐ মেঘটুকুই শেষ ভরসা---
উত্তরমুছুনসত্যি তাই দিদি
দিদি দারুন দারুন, ভাল লাগল ভীষণ
@জয়
উত্তরমুছুনOi meghtuku dirghojibe hok
Oi meghtuku dirghojibe hok Didi
উত্তরমুছুনসূর্য্য - মেঘার মিলন অনুভব ভালবাসা ভরা - এর চেয়ে সুন্দর কবিতায়ন হয় না - অনবদ্য নাশিদা।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন