চৌধুরী ফাহাদ






মানুষের খোঁজে 

আমি নিভৃতচারী হয়ে বেশ ছিলাম;
দায়হীন, দণ্ডহীন, দৈন্যতাহীন,
লোকচক্ষুর অন্তরালে ছিলাম বেশ।
আমি দ্বীপান্তরি হয়ে বেশ ছিলাম;
এই মিথ্যে মুখর জগত ছেড়ে,
মানুষের অবয়বে মনুষ্যহীনতা ছেড়ে,
আমি জীবনের বনবাসে ছিলাম বেশ,
আলোর প্রাচীরে ছিল না অন্ধকারের রেশ।
মানুষের সমাজে এসে দেখি
মানুষের মত জন্ম মানুষের মেলা,
হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে,
মানুষের মত পথ চলে,
মানুষের মত কথা বলে,
মানুষে মানুষে কোলাকোলি করে,
মানুষের মত বাস করে সুনির্মিত ঘরে,
শুধু মানুষের মত মানুষ নামক মানুষ নেই
হৃদয়হীন হৃদয়ের মেলা।
আমি নিভৃতচারী হয়ে বেশ ছিলাম;
মানুষের সমাজে এসে দেখি
মানুষের মত পশুদের হাট,
আলোর পথে হাটে মানুষ
ভেতরে নিয়ে অন্ধকার রাত।
আমি অন্ধকারেই বেশ ছিলাম,
ছিল না মিথ্যে কথার ফুলঝুরি
নিঃশ্বাস-প্রশ্বাসে আশ্বাসহীনতার ছিলনা আশ্বাস।
আমি নিজেকে নীরবতায় বন্ধি করেছিলাম,
নীরবতা কখনো মিথ্যেচার করে না,
মানুষের সমাজে এসে মানুষের মত
করেনা গোপন আঁতাত,
মুখোশের আবরণে বয়ে বেড়ায় না চকচকে চাকু।
আমি নীরব ছিলাম বেশ ছিলাম।
আমি নিভৃতচারী হয়ে বেশ ছিলাম;
মানুষের সমাজে মানুষের খুঁজে এসে দেখি
পশুদের হাতে মানুষের ফাঁস।

ঢাকা । 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.