
স্বীকারক্তি ...
রোম্যানটিসিজিম এর ভুত নামে না কিছুতেই
প্রকাশকের চোখ রাঙানি থেকে,
সম্পাদকের বিরক্তি
বিশ্বায়নে উঁকি দেওয়া কলমের আন্দোলন
সভ্যতার কুৎসা,
কুৎসার সভ্যতা
অগ্র পশ্চাৎ বিধৌত চলে যাওয়া,
পেনের খসখসানি তবু,
তবু,লাইন আর লাইন মেপে
‘তোমাতেই’ এসে থামে
জলপ্রপাত নামে বল পেনের পয়েন্ট ধরে,
সুপার লাইক ও কম্প্রোমাইস ,
সব কিছু জুড়ে যায়,
কবিতা হামাগুড়ি খায়
তবু ‘তুমি’ …
ছেড়ে যায় না কিছুতেই,
ধর্ষণ থেকে গলা কাটা সৈনিক
রক্ত থেকে থুতু,থুতু থেকে রক্ত
সবই তোমার দেখানো দৃষ্টি প্রকল্প,
তাই সব এসে মেশে তোমাতেই,
যন্ত্রণা যেমন মুখ থুবড়ে পরে আমার কবিতাতে ।।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন