চুম্বনের স্বাদ
আমার আস্তিনে অনেক কথা আছে
ঘামে ভেজা লবনাক্ত...
নিকষ অন্ধকারে যদি পাশে এসে বসো
তবে শোনাই.
জানালার ওপাশে ওই চোখ কার
যারা প্রতিনিয়ত তোমায় মাপছে
সারি সারি অহংকারী আলো
তোমার গাল ছুলো...
কি এক ---
অজানা শরীরি উত্পাত
ছুটে গেল নির্জন রাস্তাটার দিকে!
আমি গভীর নিদ্রামগ্ন অবস্থায়
তোমার কাঁধে মাথা রাখলাম
একটা স্বপ্ন ---
ইন্দ্রিয় ফাটিয়ে কেমন একটা দংশন
জনিত ব্যথা ঠোটের ওপর,শুধুমাত্র
ঠোটের ওপর
উত্তাপ ...
পশ্চিমবঙ্গ ।
সুচিন্তিত মতামত দিন