
অবরুদ্ধ মানবতা
এদিক সেদিক ইতস্তত
ছড়ানো রয়েছে কিছু পরজীবী
ক্যাকটাস লোভাতুর চোখ
মেলে বসে আছে
শকুনেরা প্রতিমার অপেক্ষায়। বোধের ঘরেও
আজ অবরোধ অবরুদ্ধ
মানবতা চারদিকে, নির্লজ্জ তাণ্ডব
বিচলিত মনুষ্যত্ব, যেন অগ্নি
কোপে পড়ছে সবাই!
রাহুমুক্ত হবো, উপায়তো জানা নেই।
তবু স্বপ্ন ডানা
মেলে অপেক্ষায় থাকি
বিবর্ন ফুল সজিব হয়ে সৌরভ বিলবে।
ঢাকা ।
বড়ই উদ্বেগের বিষয় আজ ---
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন