কাজল জলে ভেজা আঁচল
হৃদয়ের উষ্ণ আর্দ্রতায় ফোটে
গুচ্ছ গুচ্ছ হরিদ্রাভ ফুল
কুয়াশার শীতলতায় জবুথুবু
সঞ্চিত ভালবাসার ভুল।
চাই শুধু একটু সান্নিধ্য
বসন্ত বাতাসে সৌরভের দোল
নামে চুলের অন্ধকার
ওষ্ঠ জোড়ায় নিমন্ত্রণের হুল।
কম্পিত হাত প্রসারিত হয়
লোভনীয় দৃষ্টির সীমানায়
কাজল জলে ভেজা আঁচল
বিছায়েছে বিক্ষুব্ধ আঙ্গিনায়।
ভুল কিনবে ভাই ভুল
ভুল কিনবে ভাই ভুল
চেনা ভুল অচেনা ভুল
ভুল বিশ্বাসের গোলাপ ফুল
অষ্টাদশীর গালের টোল ।।
বাঁকা চোখের দৃষ্টি
ভেজা ঠোঁটের বৃষ্টি
আশা-নিরাশার মিষ্টি
শোকের করুণ সৃষ্টি।।
ভালবাসায় থাকে ‘যদি’
ঝর্ণার মত এক নদী
মানবজমিন হয় আবাদি
মুখ ফিরিয়ে নেয় সারথি।।
কিরে ভাই! কিনবে ভাই
দিব সর্বস্ব তবু চাই
বুকের চরে একটু ঠাঁই
নাই সুখের দেখা নাই।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন