সুবর্না গোস্বামী









শুষ্ক নীরে

গন্তব্যহীন বৃত্ত এঁকে নিত্য বৃত্তের ভেতরে,
চেয়েছি নির্মম করতে নিজ বেদনার চক্রবুহ্য আরও।
প্রলয়ের পান্থ যে কবি,জল চেয়ে ফিরে গেছে চলে,
কেউ কি কোনদিন জানাতে পারবে তাকে?
এখানে মরুর পিপাসা ছিল ঢের বেশি গাঢ়।
কোন চোখ স্রোতস্বিনী হয়ে নামেনি কখনও
নিজ পরিসীমা ছেড়ে; অনুপম প্রেমে একদিন,
জমেছিল যেটুকু জল ,সজল সান্নিধ্যে তোমার,
শুষেছে তৃষ্ণার্ত মরু রাত্রিভূক প্রিয়হীন প্রবাস।
কবির কণ্ঠকে বোলো -
তার থেকে ঢের শুষ্ক কণ্ঠ আমার।













কি এসে যায় আমার!

বাতাসে লাশের পোড়া গন্ধে আর্তনাদ আকাশের ,
আমি এয়ার ফ্রেশনারে শুদ্ধ করি ঘরোয়া বাতাস ,
টি.ভি তে কাফন প্যাকেটে দুমড়ানো দেহখন্ড ,
রিমোটের বাটন টিপে রুপান্তরিত সময়ে দেখি
ফিল্মি এওয়ার্ড অনুষ্ঠান।
ওখানে আমার স্বজন নেই ,
কি আসে যায় আমার!
নিষ্পাপ শিশুর মুখ শ্বাপদ আঁচরে ক্ষতবিক্ষত ,
অত্যাচারের খড়গ উদ্যত নিরীহের কাঁধে ,
আমি দরজা জানালা বন্ধ করে শীতের প্রকোপ রুখি ,
আমার শিশুটিকে নিশ্চিত করি নিরাপত্তা ।
ওখানে আমার শিশু নেই ,
কি আসে যায় আমার!

আমি ফুটপাতের শীত এড়িয়ে সম্ভ্রান্ত রাজপথে হাঁটি ,
শপিংমলে সৌখিন সামগ্রী কিনি উচ্চতর দামে ,
শীতার্ত বস্তির পাশে মুখভর্তি থুতু ফেলি ,
ন্যাংটো শিশুর জর্জরিত কান্না , ছেঁড়া আঁচলে ঢাকে মমতা ,
আমি রাস্তার পাশে চায়ের দোকানে অনুযোগের উষ্মা ছড়াই ,
বর্তমান সরকার এবং তাদের দায়িত্বহীনতার প্রতি।
ঐ বস্তি আমার ঠিকানা নয় ,
কি এসে যায় আমার!

ঢাকা ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.