
"এক মুঠো রোদ"
ভেজা মেঘের মতো
সুনীল আকাশের বুকে-
আমার ঠিকানা হয়নি আজো,
মাঝে মাঝে বৃষ্টি হয়ে ঝরে দেখেছি
তেষ্টা মেটাতে পারিনি ধরনীর।
অবুঝ আকাশের নীচে উড়তে উড়তে
জীবনের সূতোয় আমার টান পড়েছে যেন,
তাইতো ফিরে যেতে বড় স্বাধ হয়-
ছোট্ট শান্তিপুর গ্রামের
অবলা সেই কিশোরীর কাছে।
আমি জেনেছি সেদিনের সেই কিশোরী
আজ আর অবলাটি নেই,
পরিমন্ডলের ব্যাপকতায়-
প্রস্ফুটিত কাননে নক্ষত্রের ন্যায় সে তার মতোই
স্ব-মহিমায় জ্বল জ্বল করে জ্বলছে।
অথচ, সেদিনের সেই আমি
আজও হেটে চলেছি গন্তব্যহীন পথে !
আজ তার আর আমার মাঝে বিস্তর ব্যবধান,
পরিপুর্ণতার মিশেলে সে পুরোদস্তুর পূর্ণ্যবতী;
আর আমি হৃদয় নিংড়ে বের করি হাহাকার !
আবারো একটা নির্ঘুম রাত্রির সাথে সহবাস আমার !
অথচ তুমি দেখ, কি কায়মনোবাক্যে-
পুর্ণ করে চলেছো তোমার উষ্ণতা।
আমার একটা নির্ঘুম রাতের সাথী যদি তুমি হতে_
তবে বুঝতে কতোটা যন্ত্রনায়-
পাহাড়ের বুক চিরে ঝরনার ছুটে চলা !
নানা বর্ণের জটিল সমীকরণে কাল রাতে তুমি-
শব্দের সমাহার ভরে দিয়ে বার্তা পাঠালে আমায়,
আমি দেখে বুঝেছি কতোটা পরিপক্ক তুমি !
শব্দের গাঁথুনীতে শব্দ সাজানোয় তোমার জুড়ি মেলা ভার,
তারপরও বলতে স্বাধ হয়-
একবারও কি ভাবলে না কতোটা কষ্ট আমার !
রঙ্গীন খামে তোমার নামে চিঠি লিখে-
উড়িয়ে দিয়ে পিছু নিয়েছি,
উড়তে গিয়ে ক্লান্ত হয়ে-
সেও আশ্রয় নিয়েছে সাগরের বালুচরে,
পথ হারিয়ে আমিও এসে পৌছেছি নব্য ঠিকানায়
কালের বিবর্তনে যদি পারি মিশে যেতে সাগরের মোহনায়।
সাদা ক্যানভাসে আঁকা জীবনের জলছবি
ধূসর ধুপছায়ায় মিলিয়ে গেছে সবই
ভালোবাসার বলয় এখনো কাঁদে তেষ্টায়
নতুন আবার একটা ভোরের জন্ম হবে ব্যর্থ চেষ্টায়।।

" বেদনার লহরীতে সুখ বৈধব্য "
এই সাদা ধবধবে কেশাবৃত
মুখমন্ডলের দিকে তাকিয়ে দেখ
খুলে যাবে অনেক অজানা রহস্যের জট,
দেখতে পাবে
বক্রতল ভূমি পদদলিত করে আসা
সমতল অরণ্যের মিলিত কপাট;
দেখেছ কি, স্রোতের সাথে পাল্লা দিয়ে
কোথায় আছ আজ দাড়িয়ে ?
অসীম-অনন্তের মহাকাল ছাড়িয়ে,
সারথীহীন একা, শুধুই একাকি নির্যাস বাড়িয়ে।
ঝাপসা চোখে হাওড়া'ও আবার
__________ডাটিবিহীন চশমা,
কেউ পাশে নেই আজ-
হয়েও উঠেনি চলন্তিকার নিরুপমা।
পেছন ফিরে দেখ-
এমন দিন নষ্ট করেছ কতো হেলায় ফেলায় !
অনুকম্পায় সাড়া পড়েনি তখন
ভেসেছো যখন যৌবনের ঢেউয়ের ভেলায়।
আজ শুধু থমকে যাওয়া !
এ এমন'ই পাওয়া,
বিবাগী মন, উড়ায় বিজয় কেতন-
ভুল-শুদ্ধের মিলন মাতঙ্গে,
যাবার বেলায় চড়বে কেন হায় বিরহী বিহঙ্গে !
ব্যথার সমাধী'তে ফুল দিতে এসে-
ভরেছ কি নয়ন অশ্রু সজল-ভালোবেসে,
আমার স্মৃতিরা জাগ্রত ভাবনায়
তুমি ছিলে, তুমি আছো, তুমি রবে_
_____________অসীম চেতনায়।
গভীর নিশিতে ঘুম ভেঙ্গে জাগি-
হাতড়া'তে দেখি আজ, তুমি পাশে নেই
__________আমি অভাগা জনমদুখী।
জীবনের খেলাঘরে ধরেছে ফাটল
জানি আর পাবো না লুকাতে মুখ-
_______তোমার মায়াবী আঁচল।।
চট্টগ্রাম ।
সুচিন্তিত মতামত দিন