
শুধু স্বপ্ন, শুধু বিশ্বাস
আমাদের
স্বপ্নটাই শুধু সত্যি ছিলো, স্বপ্নে দেখা সব কিছুই ছিলো মেকি।
পুকুরের জলে আজও জোনাক জ্বলে-
আমাদের
মনের জোনাকীরা আলো জ্বলা ভুলে গেছে সেই কবে।
পথের ছিলো অনেক বাকি, তবু যেন মনে হলো
এইখানে জিরিয়ে নেয়া খুব জরুরী-
এরপরই শুরু হলো-
আমাদের
আরেক জন্মের হিসেব-নিকেশ।
পরেরবার আর ভ্রান্তিতে পড়বো না-
একবার বাজিয়ে বাঁশি
আমাদের
মৃত্যুর উৎসবে থামবে সেই সূর।
রাজশাহী, বাংলাদেশ।
সুচিন্তিত মতামত দিন