
আয়নায় কাছাকাছি (অর্ণবি-৯)
হাজার জীবন রিংটোন
অপেক্ষায় খেয়ালি ক্ষণ
সেই যে এক আরশি রীতি
ঠুনকো আঘাত ফাটল ভীতি
ফাজিল অনাবাসী মেঘের কোণ।
“বনলতা সেন” খুঁটিয়ে পড়া
একাঙ্ক দৃশ্য যাপন মহড়া
কোটি মৃত্যুর এসএমএস ডাক
“বাঁচা আমায়, আমার হয়ে থাক”
বিরহ জ্ঞাপন হেঁয়ালি অনন্ত
ঝাউসারি মাখা রঙ্গীন দিগন্ত
গানের পর্দায় টিভি অবাক
“চুপ থাকলেই বুঝি নেই ভাবলি
কেন এতো ভীতু রে পাগলি”
গাছকোমরে সন্ধ্যেবাতি
আকাশ-অর্ণবি আঁতিপাঁতি ।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন