
দূর দ্বীপবাসিনী
এভাবে তোমাকে আমি চাইনি কখনো
দূর নক্ষত্রের মত।
ভালবাসার আলোয় আলোকিত করে
আমার আকাশে ছিলে তুমি ধ্রুবতারা হয়ে।
আজ নিজের আকাশের নক্ষত্রটিকে পেয়ে আলোকিত
ভুলে গেছ দূর নক্ষত্রটির কথা।
সে আজও প্রতিটি রাত জ্বলে তোমার ভালবাসায়
নিঃসিম অন্ধকারের ওপারে।
আমি আজ তোমাতে আবদ্ধ নেই
তুমি দিয়েছ আমাকে মুক্তির স্বাদ।
উপহার দিয়েছ গারল ভরা অনন্ত রাত্রী
সে রাত্রীর যাত্রী আজো জেগে থাকে
একাকী গভীর রাতে তোমারি প্রতীক্ষায়।
সিলেট ।
সুচিন্তিত মতামত দিন