
সকাল মাখে জ্যোৎস্না
তালিবানি প্রেম তোর
ফুলের বিকেলে লেগেছিল ভোর
আজ তুই হঠাৎ এমন
লেবুর খোসায় জ্বালাতন
জানবে ভিক্টোরিয়া, খেলছি পুলিশ-চোর
বুঝিনি তো আগে
ভিনদেশী দখলদার
সূর্য পোড়ালি রাগে
যত ঢেউ সব নেবো নিজে
দু ফোঁটা শিশিরে ঠোঁট ভিজে
কিনব মার্কিনী বুর্কা
শুধু ছায়াটুকু যাবে দেখা
কাল্লু কুকুরও আজ ঘুমে চোখ বুজে
বুনো আপেলের নরম ফাঁদে
অর্ণবি জেগে আকাশ চাঁদে
ভাবনা কোন নিয়মে অলস
আঙ্গুল মোচড়ানো পাপ
মেনে নিলে সব আঘাত
ছাদে একলা সিঁড়ির ধাপ।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন