
"জোনাকিদের ঘর"
সমুদ্র গর্জনে নিঃসঙ্গতা কান পেতে শোনা যায়
জটায়ুর আবেগপ্রবণ প্রশ্নের জালে নীরার কালবেলার ছবি - ঘষা কাঁচে প্রতিফলিত হয়
জানিনা কে কতদূর যেতে পারবে রাত্রি হিম প্রত্যাখানের সাথে
ফুলের বাগান পেড়িয়ে -
মর্গের ঠান্ডা ঘরে যখন ফেরেস্তারা সাদা চাদর জড়িয়ে হৃদযন্ত্রবিহীন ঠান্ডা শরীরগুলো গরম করে
চিতায় পুড়তে থাকা মৃত শরীরগুলো হাহাকারে আর্তনাদ ছাড়ে
চাঁদের গা ছুঁয়ে জোনাকিরা পদ্মপাতায় নিশিরাতে স্বপ্নের ঘর বাঁধে
আড়াল করে রাখে কলঙ্কিনী চাঁদকে সমুদ্রসৈকতের তীব্র সুনামির কালো আঁখির মাঝে - ঝড় ওঠার আগে
পৃথিবীর ছায়া আকাশের সীমানায় যৌবনের জতুগৃহ সাজায় গোধুলি লগ্নে
রিক্ত ব্যথা আর পদপিষ্ট স্বপ্ন - পচা গলা বেওয়ারিশ লাশের দুর্গন্ধের সাথে হাত বাড়ায় একলা আকাশের দিকে
নীরব কবিতা শুধু কান পেতে শোনা যায়-
অমাবস্যার রাতে সমুদ্র সৈকতের ঝিনুকের রাত্রি স্নানে রাত পরীদের পাখায় জোনাকিদের আদরে ।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন