
উজান বেয়ে
অপাপবিদ্ধ সম্পর্ক ভঙ্গুর পৃথিবী তে
একনাগাড়ে বুনে চলে নবান্নের গান ,
ডুবে যেতে ভালোবাসি তাই
পানকৌড়ি ইচ্ছা মানুষীর বুকে,
উড়ন্ত ফেনা ত্র্যহস্পর্শ অতিক্রম শেষে
পঞ্চম সুরে এলেই লাল আর নীলে
দ্রিমি দ্রিমি মাতন,
উৎস থেকে মোহনা জুড়ে চিরুনি তল্লাশি
ফিশ ফিশ করা কুয়াশা ভেজা চাঁদের মুখে
মুখ গুঁজে আপ্রাণ সৌরবিষ উগড়ে দিই,
জারিত ভালোবাসার শেষ ধাপে এসে
দু হাতে আরেকবার ঘাতক বৃত্ত আঁকি।।।
কলকাতা ।
কবিকে শুভেচ্ছা।
উত্তরমুছুনmamani khub sundor. tomar lekhato roj dekhi. valo lage - moneo rakhi.
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন