
পায়েসে দাও নি কিসমিস্
কড়া পাহারায় বেগুন পোড়ায় ক্ষ্যান্তমাসীর বোনঝি
পাহারায় কৌন রামখিলাঔন হাতে চাঁচা এক কঞ্চি
পাহারা কেন হে? বেয়াড়া হেন কে? কি হোল এমন? বলছি!
দাঁড়াও গো দেখি! কাটছে কেউ কি? পিলে-চমকান ভেংচি!
পটলডাঙার টেনিদা ছিলেন... মস্ত খাইয়ে? জানতো?
ফুচকাওয়ালারা "আইয়ে খাইয়ে" বলে রাখতোই শান্ত
'কি বিচ্ছিরি! পুঁদেচ্চেরী!' বলে তিনি গেলে অক্কা!
তারপর থেকে, ফুটপাত থেকে, খাবারদাবাড় ফক্কা!
ক্ষ্যান্তমাসীর আলুদমঝাল, রামখিলানের খইনী...
বেমালুম নেই! ঝাড় খেয়ে ওই প্যালা বলে "আমি নেই নি!"
"খাইসে!" বলেই হাবুল ফেঁসেছে সবাই ঝাঁপাল "বল্ কে!"
'দিনদুপুরে সেই ভুতেরে লাশ করি পেট ফাল্ কে"!
'ভুত বললি, কি অপমান! আমি তো বেম্মদত্যি!'
আবছা ফ্যাকাশে, ফুটলো বাতাসে, খড়্গ নাক এক! সত্যি!
'টেনি মুখুজ্যে!' সবাই খুঁজছে, পালাবার পথ, পায়না!
খাবার জিনিস, হচ্ছে ভ্যানিশ্...সে উৎপাত আর যায়না!
ফায়ার ব্রিগেড, ওঝা ও প্রিপেড, হার মেনেছেই! দস্যি!
বাংলাদেশের হ্যাংলা ভুতের প্রকোপে সবাই নস্যি!
পটলডাঙায় কারফিউ জারি, মন্ত্রীসভায় খিচমিচ্!
ক্ষ্যান্তমাসীকে ভুতে কমপ্লেইন "পায়েসে দাও নি কিসমিস্?"
কলকাতা।
সুচিন্তিত মতামত দিন