
আমি মৃত বিশ্বজিৎ বলছি ---২
মা, তুমি শোনেছ কি?
ময়নাতদন্ত রিপোর্ট ব্যধভূমির লাশে আঁকা,
শরীরে কোপের দাগ কম বলেছে ডাক্তার কাকা।
তবে কি বিচার হবে না খুনিদের, হত্যার দায়ে ?
মাফ পেয়ে যাবে কি ওরা! ধরে রাষ্ট্রপতির পায়ে ?
মা, পুরানো চাদরটা আছেতো ?
বিবস্ত্র শীতের তাণ্ডবে কাঁপছে সারা দেশ,
তুমি নির্লিপ্ত যন্ত্রণার আগুনে পোড়ে হচ্ছো শেষ ।
আমিতো সন্ত্রাসী নই, তবে কেন খুন হলাম ?
সভ্যতা হয়েছে ধ্বংস, সত্য হয়েছে নিলাম ।
মা, এখনো তুমি কাঁদছ !
শীতের কুয়াশার ভোরে তাপ পেতে কি আগুন জ্বালাও
নাকি অগ্নিগিরির দহন বুকে নিয়েই কেঁদে মূর্ছা যাও ?
আমার আত্না কাঁদছে, দেখি হত্যাকারীদের ব্যঙ্গ হাসি,
দেবতারাও বাজায় বীণ যেন খুনিদের না হয় ফাঁসি।
নিউজার্সি থেকে ।
সুচিন্তিত মতামত দিন