
পোষাকী ভব্যতায়
নগ্নতা, আজ অসহায়ত্বে নয়,
নগ্নতা, আজ ব্যাভিচারেও নয়
নগ্নতা, আজ অপত্য
পোষাকী
বিলাসিতার রন্ধ্রে রন্ধ্রে বিলাসিতার রূপ মাত্র !
তা'বলে নগ্নতা বসনেই কে বলে ?
তাদের আপাদ-মস্তক
স্বভাবে, কায়দায় আর
আধুনিকতায় ।
তেমন শহুরে নাই বা হলাম
না হয়ে অত্যাধুনিক ;
স্বকীয়তা টুকু গ্রাম্যই থেকে যাক !
আমি ছেলেবেলায় পুতুলকেও
শাড়ী পরিয়েছি ।
ঢাকা।
চমৎকার। কবিতা ছোট হলেও বিষয়অনুষঙ্গ সুগভীর সুবিস্তৃত।'আমি ছেলেবেলায় পুতুলকেও/শাড়ী পরিয়েছি '।...অসাধারণ; শুভ কামনা রইল
উত্তরমুছুনছোট্ট কবিতা দারুণ বিশ্লেষণ ----
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন