
রাইট হিয়ার রাইট নাউ (ঈশ্বরী-২)
বিবর্ণ এই মানবতার
নিকষ কালো অমাবস্যায়
চরমতম প্রস্তুতি নিয়েছি আজ
আগুন জ্বালিয়ে দেওয়ার।
সমাজের এই ঘৃণ্য পচ্য শরীরের
মৃত্যু চেয়েছি বারবার ।
পেলব কোমল শরীরে
বারবার শকুনের দৃষ্টির কষাঘাত-
যেখানে ইতিহাসের আকরে
দায়বদ্ধতা স্বীকার করে
কাঠগড়ায় দাঁড়িয়েছে যোনির আশীর্বাদ।
তাই একান্ত মনে চেয়েছি পুড়ে যাক
পুড়ে যাক সব কিছু ,
ছয় লিটার কেরোসিন ঢেলে
অগ্নিদগ্ধ হোক সমাজের ঘৃণ্য পচ্য শরীর।
মোমবাতি না জ্বেলে
পেট্রোল ডিজেল ঢেলে হোক
সমাজের শুদ্ধিকরণ ।
তবেই না আজ আসবে ঈশ্বরীর আত্মতৃপ্তি বোধ ।
রক্তাক্ত যোনি বহন করে
সে আজও আসে গভীর রাতে –
মুখে শুধু একটাই অপাপবিদ্ধ বাণী
“ রাইট হিয়ার রাইট নাউ “ ...।।
কলকাতা ।
বেশ লেখা আরও যত্ন নিলে ভালো হবে ।
উত্তরমুছুন@নামহীন অনেক ধন্যবাদ -- গুরুত্বপূর্ণ মতামত
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন