
চাঁদ ও তুমি
সাঁঝ আকাশে ঠোঁট ছোঁয়াতেই রজত আভা মেখে,
ঝলমলে চাঁদ সাজিয়ে বাসর,বললো তোমায় দেখে,
কিযে তুমি একলা থাকো শতেক লোকের ভীড়ে,
আকাশভরা তারা, তবু আঁধার তোমার নীড়ে।
মধুরাকা সই যে আমার, জোৎস্নাগলা রাতে
উপেক্ষিত প্রহর গুনে ক্লান্ত তোমার সাথে।
মন উচাটন ঝোড়ো বাতাস বানভাসি মন খোঁজে,
সেই বুঝি আজ তোমার মনের সবহারা ঘ্রাণ বোঝে।
মনের গহন কোনে কে গায় মানভাঙ্গানী গান
তবুও তুমি মুখ ফিরালে , এতই অভিমান।
প্রেমে পাগল,পাগলামো-টা তোমার ধাতে সয় না!
পাগলপারা পুর্ণিমায় মন তো ঘরে রয় না,
পাথর চোখে জ্যোছনা দেখো,দেখো প্রিয়মুখ,
দুখবিলাসী মন যে তোমার, দুঃখে খোঁজো সুখ।।
কলকাতা ।
সাঁঝ আকাশে ঠোঁট ছোঁয়াতেই -- অপূর্ব ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন