
আহূতি, প্রতিজ্ঞাময়
১।
সারাদিন ধরে শবযাত্রী...
(এখন)
চিতার পাশে দাঁড়িয়ে...
আসবে জানি আরেক রাত্রি
ঘুম!
দিও না ভুলিয়ে...
দিন আসবে, কাজ আসবে
আসবে নানান বোঝা...
প্রশ্ন
তুমি বজায় রেখো
ভিতর বাহির খোঁজা...
২।
এক মুঠো ছাই রেখেছি বুকে
নীরবতা...
..............তোমার কোলে
চিতার আগুন এ চিবুকে
চোখে আগুন রেখেছে জ্বেলে
জল ঝরলেও নিভবে না কো
কথা দিলাম
..................শুনে যেও!
নিজের বাতি, হাজার বাতি
জ্বালবো...আলো
..................অপরিমেয়
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন