ইন্দ্রাণী সরকার








আবেদন 

মানুষ কাঁদছে
অনেক যন্ত্রণা
অনেক আঘাত
সহ্যের সীমা
ছাড়িয়ে যাচ্ছে |
মানুষ পাপের
সাগরে নিমজ্জিত ....
চারিধারে শুনি
শুধু হাহাকার
অকারণ বিপ্লব
নরহত্যা রাহাজানি
মেয়েদের সম্মান
ধুলিতে লুটায় .....
মা বোনেরা হয়
অন্য পুরুষদের
কামনার রসদ
সুপ্ত বাসনার
চরিতার্থের এক
বিষয়বস্তু .....
পৃথিবী এই পাপ
কতদিন বহন
করবে ?
প্রকৃতির নিষ্ঠুর
অভিশাপগ্রস্ত
আজ মানবজাতি...
প্রাকৃতিক দুর্যোগে
অগণিত মানুষের
মৃত্যু বা জীবন্মৃত্যু ....
পবিত্র সীতা সম
নারীরা রাবনদের
কামনার ধন
মানবজাতি
এখন অজ্ঞ
যে একদিন
এই সব ক্ষমাহীন
দুরাচার আর
অবিচারের
বিচারকর্তা
পরমা প্রকৃতি
নেবে চরম
প্রতিশোধ ...
কলিযুগ শেষ
হতে চলেছে....
হে প্রভু, হে পিতা
জগতের রক্ষাকর্তা
মানবজাতিকে
আলোর পথ
দেখাও ...
কিন্তু তাদের এই
চরম অপরাধকে
ক্ষমা কর না....


প্রবাসী ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.