
“ প্রতিবাদী ঝড় ”
এমন ঝড় তোমরা দেখেছ কেউ কোনদিন?
প্রতিবাদের ঝড়... মানবিকতার ঝড়?
পৃথিবী ধ্বংসের কথা ভুলে রাস্তায় নেমেছে মানুষ,
আবালবৃদ্ধ বণিতা কিশোর কিশোরী... সমাজস্তর,
উত্তাল দিল্লির মসনদ... লোকসভা রাজ্যসভা;
সরব বিক্ষোভে ফেটে পড়া মানুষের ঢল,
উপচে পড়া রাস্তা... যানজট... অচল রাজধানী।
বীভৎস ধর্ষণ... কেঁপে ওঠে অন্তরাত্মা...
সরগরম রাজধানীর অলিগলি বিক্ষোভ চরম,
ঘেরাও রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ… সর্বত্র ।
কাঁদানে-গ্যাস, লাঠি-চার্জ, জলকামানে হবে না প্রতিহত,
সারা দেশ ব্যাপী প্রতিবাদ মুখরিত মানুষের স্রোত ।
কল্লোলিনী কোলকাতা- তোমার নীরবতায় বিস্ময় জাগে,
সেই চেনা প্রতিবাদী ভাষা কেন আজ নীরব নির্বাক ?
ধর্ষিতার বাঁচার লড়াই ভেন্টিলেটর ক্ষতবিক্ষত,
জবানবন্দি উগরে দিতে উদগ্রীব নারী;
বীরাঙ্গনা- আজ তোমার পাশে সারা দেশ ।
ধ্বংস হোক নৃশংসতা বর্বরতা অত্যাচার,
চাই কঠিন কঠোর শাস্তি... দৃষ্টান্তমূলক,
দোষীর সাজা হোক ফাঁসি কিংবা নপুংসক;
প্রয়োজনে আইন বদল চাই এই মুহুর্তে,
আন্দোলন থামাতে চেয়ো না বলপুর্বক,
বৃথা চেষ্টা করো না অহেতুক কাপুরুষ;
মানুষ জেগেছে আজ সোচ্চার দিকে দিকে,
আইন রক্ষক- বাঁচতে হলে এবার তোমরাও জাগো !!!
(২২.১২.২০১২ )
দেরাদুন ।
আমার মনে এখনো এতো কষ্ট বিরাজ করছে যে কী আর বলবো..মানুষ কি সত্যিই মানুষ না অন্য কিছু?
উত্তরমুছুনকাকু
আমার মনে এখনো এতো কষ্ট বিরাজ করছে যে কী আর বলবো..মানুষ কি সত্যিই মানুষ না অন্য কিছু?
উত্তরমুছুনকাকু
প্রিয় কাকু, তুমি ব্লগে এসে কবিতা পড়ে মতামত দেবার জন্য খুব ভাল লাগলো। সঙ্গে থেকো।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন