
পুনরজন্ম
ঘুমিয়ে থাকা বসন্ত আসলে
আকাশের নীচে বহুরুপি জানালা
সে জানালার ওপারে তিন টুকরো আকাশ
সকাল বিকেল একনাগারে বৃষ্টি হলে
পাখিরা বাসা পাল্টায়
সেরকম কাঁচের সারশির ওপারে
অনুস্বর বিসর্গ নিয়ে সম্পর্কেরা খেলা করে
রক্তবীজ থেকে জন্ম নেয় ইশ্বর |
প্রতি সন্ধে আমার জ্বর আসে
পোষাকের আড়ালে নিজেকে উন্মুক্ত করে
আবার জন্ম নিতে ইচ্ছে করে
মহাকালের গায়ে ছেড়া ম্যাপের মত
ছরিয়ে ছিটিয়ে আছে আমার
হারিয়ে যাওয়া বায়োডাটা
আবহমান , কার্বন - নাইট্রজেন
ডিফিউসান হতে হতে
বেসিনের ফুটোয় আটকে থাকা বয়সসন্ধি
কখন অজান্তেই
তোমার গর্ভে আবার মানুষ হয়ে জন্মাই |
ঘুমন্ত পৃথিবীর রেপ্লিকা ২
পৃথিবী থেকে রোমিং দুরত্বে থাকেন ঈশ্বর
ফাটা ঠোটে সুরভিত আন্টিসেপটিক ক্রিম লাগাতে গিয়ে
তোমার মনে হতেই পারে
হেমন্তের আগুন , সেলোফেন পেপার আর
কমলা লেবুর খোসার মধ্যে একটা মিল আছে
সাপের বিষ দাঁত ভেঙ্গে চুমু খাওয়া
অনেকটাই নিরাপদ ...
সুচিন্তিত মতামত দিন