
প্রস্থান
খুব প্রত্যুষে এসো আলোর রেখা বেয়ে বেয়ে
সূর্যের দেশে চলে যাবো
ভোরের শিশির আর সদ্যো ফোঁটা
ফুলগুলোর ঘ্রান সাথে করে নিয়ে এসো
সূর্যমুখীর কাছে বলে আসতে ভুলনা যেন;
যে সারাদিনমান সূর্যের পানে চেয়ে থাকে
আর ঠিক ঠিক মনে করে নিও
এ গ্রহে প্রানের আবির্ভাব অস্তিত্ব বিকাশের ইতিহাস,
বেখেয়ালে এ নিয়ে প্রশ্ন করে বসলে
সঠিক উত্তর জানা একজনের/কারো কাছে যেন লজ্জা পেতে না হয় !!
খুব প্রত্যূষে এসো
আজকের দিনটায় সিডিউল থেকে বাদ দিও
অযথা সাজগোছ আর মুখটা শিশিরের জলে ধূয়ে নিও,
প্রভাত বেলায় আমরা তার দেশে পৌঁছে যেতে চাই
জানোতো প্রভাতেই তাঁর মনটা স্নিগ্ধ নরম থাকে।
এসব ঝুট জঞ্জাল ফেলে আমাদের
আলোর দেশে যাওয়ার কারণটা আবার মনে করে নিও
সততঃ ঘূর্ণায়মান এই গ্রহটির ঘূর্ণায়মান জীব থেকে
স্থির নক্ষত্রের দেশে যাওয়ার কারণটি মনে করে নিও আরেকবার,
আর তোমাকে যে সমৃদ্ধি বিকাশ পরার্থপরতা শিখিয়েছিলাম
তা যেন বলতে পারো ঠিক ঠিক।
একেবারে পরিশুদ্ধ হয়ে যেওনা
কিছুটা খাঁদ রেখো চিন্তায় ও মননে,
সূর্য দেবতার হাতে কিছু কাজ রেখে দিও
যাতে সে পোড়াতে পারে আমাদের কলঙ্ক কালিমা গুলোকে।
আগুনের স্পর্শে সোনা খাঁটি হওয়ার
রসায়ন তোমার অজনা নয় নিশ্চয়ই !!
আর অগস্ত্য যাত্রার প্রাক্কালে অবশ্যই বিবস্ত্র হয়ে নিও,
জানতো আলোর দেশে নিশ্চিত কোন ধর্ষক নেই ।।
বাংলাদেশ ।
সুচিন্তিত মতামত দিন