
জীবন
মন ছিলো তার বড় অভিমানী, অল্পেই চোখে জল,
খেলাঘরের বন্ধু আমার, কি করে ভুলি বল।
“কথা বলবো না আড়ি আড়ি আড়ি” সহজ দলবদল।
মনমৌরি মনের কোনে কভু রোদ কভু বাদল,
এলো কৈশোর, মাতলো জীবন সুগভীর অনুরাগে,
নতুন চোখে, নতুন আলোয়, নতুন স্বপ্ন জাগে।
কুসুমকলি বন্ধু আমার, পাপড়ি মেলে ফোটে,
কমনীয় অতি, সুকুমার মতি, রূপেতে সেজে ওঠে
বাস্তব বড় অচেনা জগত, হিসাব মেলানো দায়,
এই সংসারে না-মানুষের ভীড়ে নিজেকে বাঁচানো দায়।
প্রতিবেশী দুই অনাত্মীয়, পুরুষ মানুষ বলে,
সবলে ছিঁড়লো আধফোঁটা ফুল,পায়ের তলায় দলে।
মেয়ে হলেই কি একতাল মাস,পৌরুষের উৎসব?
প্রান হারিয়ে বন্ধু আমার জীবন প্রভাতেই শব।
শুধু রয়ে গেছে স্মৃতির ছোঁয়া,মুছে গেছে বাকি সব-ই,
নেই কোন সাড়া, আমি সাথীহারা, আছে শুধু তার ছবি।
কাজে অকাজেতে,বিকালে কি রাতে যখন ছবিটা দেখি,
হাতে রয়ে গেছে শুধু দুখস্মৃতি, বাদবাকি সব ফাঁকি।।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন