
তুমি কী আমার হবে ?
তোমার জন্য আমি অনেক কিছুই পারি |
আকাশের চাঁদ এনে দিতে পারি |
পারিজাতের কেশর মাখাতে পারি |
কপালে কুমকুম টিপ এঁকে দিতে পারি |
চুলে রজনীগন্ধার মালা বেঁধে দিতে পারি |
পায়ে রাঙা আলতা পড়িয়ে দিতে পারি |
হাতে বেলিফুলের বেড়ি জড়িয়ে দিতে পারি |
নাকে কিংশুকের নোলক ঝোলাতে পারি |
চোখে টানা টানা কাজল এঁকে দিতে পারি |
কানে টগর ফুলের দুল পড়াতে পারি |
পায়ে গোলাপ ফুলের নূপুর বেঁধে দিতে পারি |
গলায় চন্দ্রমালিকার মালা গেঁথে দিতে পারি |
তুমি কী আমার হবে?

পদ্মগন্ধি মন
আবীর-রাঙানো মনের বেদীতে ফুলের কী বাহার ....
কেয়াপাতার নৌকায় জল ওঠে বেসামাল |
মাঝি ভুলে গেছে খেয়া পারাপার মাঝদরিয়ায়
উথাল পাথাল ঢেউ, হাওয়ায় দোলে পাল |
আঁধার ঘনায় বুকের মাঝে ভয়েতে কাঁপে মন ....
ওগো বন্ধু ফিরে এস আরো একবার, বসে আছি
সেই কবে থেকে তোমার আসার প্রতীক্ষায়
কালো রাতের পর ওই উঠেছে ভোরের আলো |
সে আলোয় মুছে যাবে মনের যত হতাশার আঁধার ...
পদ্মগন্ধি মনের গহীনে কলঙ্ক তাতে লাগে না
কাজল কালো চোখের তলায় লুকিয়ে রাখা সান্ত্বনা
নয়ন মাধুরী অমনি সিক্ত ভুলে গিয়ে সব বেদনা |
আমেরিকা ।
সুচিন্তিত মতামত দিন