
নিরব দর্শন
দেখেছি আমি
দেখছেন ভগবান
আমি অনেকটা ভগবানের মতো দেখেছি।
পাটক্ষেতের আরও এপারে
যেখানে নিশ্চিন্তে লুকিয়ে থাকা যায়
এবং
ইচ্ছামত লুকিয়ে রাখা যায়...।
ঠিক এখানে নিশ্চিন্ত নিরবে!
ঘটে যায় একটি ধর্ষন...।
নিরবতা ভেঙ্গে যায়-কুমারীর চিৎকারে
মাঝে মাঝে দু’একটা পাখীর ডাকও
থেমে যায় অবলা সরলার আত্মস্বরে।
আমি কিছু বলতে পারিনা-
ওদের ক্ষমতার মূল্য দেখে;
হয়তো দেখছেন ভগবানও
আমার মতো নিশ্চন্ত নিরবে!
রাজশাহী, বাংলাদেশ।
আমি ওয়েব পেজটি দেখছি... এখনও খুব ভাল বুঝে উঠতে পারিনি...
উত্তরমুছুনআমি ওয়েব পেজটি দেখছি... এখনও খুব ভাল বুঝে উঠতে পারিনি...
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন